[prisna-google-website-translator]
শনিবার  ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং  |  ৪ঠা ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ  |  ১১ই জমাদিউস-সানি, ১৪৪০ হিজরী

ইপিএলে খেলতে চাওয়ার ইঙ্গিত দিলেন নেইমার

খেলাধুলা: অসাধারণ ফুটবলারদের ক্যারিয়ারের যে কোনো একটা পর্যায়ে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা দরকার বলে মনে করছেন নেইমার। নিজেও ভবিষ্যতে লিগটিতে অংশ নিতে পারেন বলে ইঙ্গিত দিয়েছেন ব্রাজিলের অধিনায়ক।
গত বছর অগাস্টে রেকর্ড ২২ কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। সে সময় তার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে ফরাসি ক্লাবটি। তবে সংবাদ মাধ্যমের সাম্প্রতিক খবর, ইংলিশ কোনো ক্লাবে নাম লেখাতে পারেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সম্ভাব্য গন্তব্য হিসেবে উঠে এসেছে ম্যানচেস্টারের দুই ক্লাব ম্যানচেস্টার সিটি ও ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।
নিজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে এক ভিডিওতে ম্যানচেস্টার সিটির ডিফেন্ডার বাঁজামাঁ মঁদির প্রশ্নের জবাবে ইংল্যান্ডে খেলার ইচ্ছার কথা জানান নেইমার।
“আগামীকাল কিভাবে কাটবে আমরা জানি না। কিন্তু আমি বিশ্বাস করি যে প্রত্যেক ভালো খেলোয়াড়ের অন্তত একদিন প্রিমিয়ার লিগে খেলতে হবে।”
“তুমি যদি সেখানে খেলতে থাকো, তবে আমি আশা করি, তুমি প্রিমিয়ার লিগ উপভোগ করতে থাকবে; কারণ সেরাটাই তোমার প্রাপ্য। ভালোবাসা ও ধন্যবাদ!”
চলতি মৌসুমে পিএসজির হয়ে দারুণ ছন্দে আছেন নেইমার। এ পর্যন্ত লিগে ১১টিসহ সব প্রতিযোগিতা মিলে করেছেন ১৫ গোল।

একটি প্রতি উত্তর ট্যাগ

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত *

*

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com