এক সময়ের মাঠ কাঁপানো জাতীয় কৃতি অ্যাথলেট নাসিমা খাতুন (৪২) ঘাতক ব্যাধি ক্যান্সারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে আজ ১৩ নভেম্বর সকালে নিজ বাড়িতে মারা গেছেন। ইন্নালিল্লাহে … রাজেউন। নাছিমা উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের খলিলুর রহমানের কন্যা। গত একসপ্তাহ আগে নাসিমার স্বামী কৃতি খেলোয়াড় আসমত আলী (৪৫) মারা যান। এক সপ্তাহের ব্যবধানে কৃতি খেলোয়াড় দম্পতির মৃত্যুতে অত্র এলাকায় বিরাজ করছে শোকের পরিবেশ।
মৃত্যুকালে নাসিমা ও আসমত দম্পতি ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য নাসিমা খাতুন জীবদ্দশায় গোলক, চাটকী ও বর্ষা নিক্ষেপ প্রতিযোগীতায় অংশ নিয়ে জাতীয় পর্যায় থেকে রোপ্য পদক জয়ের কৃতিত্বের অধিকারী।