[prisna-google-website-translator]
শনিবার  ১৬ই ফেব্রুয়ারি, ২০১৯ ইং  |  ৪ঠা ফাল্গুন, ১৪২৫ বঙ্গাব্দ  |  ১১ই জমাদিউস-সানি, ১৪৪০ হিজরী

বিনামূল্যে ওয়াইফাই সেবা দেবে চীনা প্রতিষ্ঠান

আইটি: বিশ্ব জুড়ে বিনামূল্যে ওয়াইফাই সেবা দিতে প্রথম স্যাটেলাইট পাঠিয়েছে চীনা প্রতিষ্ঠান লিঙ্কশিওর।
এই প্রকল্পের আওতায় কয়েকশ’ স্যাটেলাইট পাঠাবে প্রতিষ্ঠানটি। ২০১৯ সালে চীনের গানশু অঞ্চলের জিকুয়ান স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে আরও স্যাটেলাইট পাঠাবে লিঙ্কশিওর।
২০২০ সালের মধ্যে মহাকাশে এই নেটওয়ার্কের স্যাটেলাইট সংখ্যা হবে ১০টি। আর ২০২৬ সালের মধ্যে এই সংখ্যা হবে ২৭২– খবর আইএএনএস-এর।
গ্রাহক তার মোবাইলে এই নেটওয়ার্কের ইন্টারনেট সেবা সার্চ করতে পারবেন। এমনকি যেসব অঞ্চলে টেলিকম নেটওয়ার্ক নেই সেখানেও এই ইন্টারনেট সংযোগ পাওয়া যাবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
লিঙ্কশিওর নেটওয়ার্কের প্রধান নির্বাহী ওয়াং জিংইং বলেন, এই প্রকল্পে ৪৩.১৪ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে তারা। তার বিশ্বাস বিভিন্ন পরিস্থিতি, অ্যাপ্লিকেশন ও মোডের মাধ্যমে ভবিষ্যতে আয় করা যেতে পারে।
জাতিসংঘের দেওয়া তথ্য অনুযায়ী ২০১৭ সালের শেষেও ৩৯০ কোটি মানুষ ইন্টারনেট সংযোগের বাইরে রয়েছেন।
লিঙ্কশিওর ছাড়াও গুগল, স্পেসএক্স, ওয়ানওয়েব এবং টেলিস্যাটের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো ইতোমধ্যেই স্যাটেলাইটের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট সেবা দেওয়ার প্রকল্প চালু করেছে।

একটি প্রতি উত্তর ট্যাগ

আপনার ইমেল ঠিকানা প্রকাশিত হবে না. প্রয়োজনীয় ক্ষেত্রগুলি চিহ্নিত *

*

WP Facebook Auto Publish Powered By : XYZScripts.com