বিশেষ আদালতের রায়ের বিরুদ্ধে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়ার আপিলের ওপর আজ রবিবার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিলো। কিন্তু আপিলকারীর আইনজীবী আজ আপিলের ওপর শুনানি করায় রায় ঘোষণা পিছিয়ে যায়। কাল দুদক কৌসুলির বক্তব্যের পর আপিলের ওপর রায় ঘোষণা করা হবে বলে জানান ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিনউদ্দিন মানিক।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়েরকৃত দুর্নীতির মামলায় ১৩ বছরের সাজার রায়ের বিরুদ্ধে মায়া ওই আপিল দায়ের করেন। আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী আপিলের ওপর পুনঃশুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায়ের জন্য ৭ অক্টোবর দিন ধার্য করে দেন। হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চের দৈনন্দিন কার্যতালিকার তিন নম্বর ক্রমিকে আপিলটি রায়ের জন্য রয়েছে।
জ্ঞাত রায় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ১৩ জুন সূত্রাপুর থানায় আওয়ামী লীগ নেতা মায়ার বিরুদ্ধে মামলা করে দুদক।