ডিএ: রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিংমলের সাততলা থেকে পড়ে অজ্ঞাতপরিচয় (২৫) এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তেজগাঁও থানার এএসআই ইকবাল হোসেন জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই।
বসুন্ধরা সিটির ডামি তালগাছের নিচে যুবককে পড়ে থাকতে দেখে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন। বসুন্ধরা সিটির নিরাপত্তাকর্মী জাহিদ মাহমুদ জানান, আজ মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ। তবে সিনেপ্লেক্স খোলা। তাঁর ধারণা, সাততলা থেকে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়েছে। এএসআই ইকবাল জানান, দুর্ঘটনাবশত ভবন থেকে পড়ে যুবক নিহত হয়েছেন নাকি আত্মহত্যা, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।